Main Menu

কসবায় মুক্তিযোদ্ধাদের সরকারি অনুদানের চেক বিতরণ

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে সকল মক্তিযোদ্ধাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে::আইনমন্ত্রী

+100%-

খ.ম.হারুনুর রশীদ ঢালী কসবা প্রতিনিধি : আইনমন্ত্রী আনিসুল হক এমপি বলেন বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে সকল মক্তিযোদ্ধাদেরকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

২৮ জুলাই শুক্রবার বিকালে জেলা পরিষদ অডিটরিয়ামে কসবায় ৩শ ৫০ জন মুক্তিযোদ্ধাদের মধ্যে সরকারি অনুদানের ১৭ লাখ ৫০ হাজার টাকার নগদ টাকার চেক বিতরণ কালে উপরোক্ত কথা বলেন। কসবা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এড.আনিসুল হক ভুইয়া,আইনমন্ত্রীর এপিএস এড.রাশেদুল কাওসার ভুইয়া জীবন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিন সুলতানা,মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম,জেলা পরিষদ সদস্য মোশরাফ হোসেন ইকবাল, কসবা পৌর মেয়র মো: এমরান উদ্দিন জুয়েল প্রমুখ।

মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আইনমন্ত্রীকে ফুলের তোড়া প্রদান করেন কসবা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. সহিদুল হক। অনুষ্ঠানটি পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা সামছুল আলম।

এর পূর্বে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে টি আলী ডিগ্রী কলেজ মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুণামেন্ট ২০১৭ই ফাইনাল খেলা এবং উপজেলা কৃষি অফিস আয়োজিত সুপার মাকের্ট চত্বরে বৃক্ষ মেলা লাল ফিতা কেটে আইনমন্ত্রী আনিসুল হক এমপি উদ্বোধন করেন। এবং পরিশেষে জেলা পরিষদ ডাক বাংলোয় নতুন ভবনের ভিওিপ্রস্থর স্থাপন করেন।






Shares