Main Menu

কসবায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

+100%-

কসবা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া:  ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট-২০১৮ রবিবার দুপরে কসবা সরকারী বালক উচ্চ বিদ্যালয় খেলার মাঠে জনসাধারণের উপস্থিতিতে ফুটবল খেলা শুরু  হয়।
উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলামের সভাপতিত্বে খেলা উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এড.আনিসুল হক ভুঁইয়া।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইচেয়ারম্যান শাহিন সুলতানা,উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মো: হাসিনুর রহমান তালুকদার,উপজেলা আওয়ামী লীগের সদস্য সফিকুল ইসলাম ভুইয়া রগু,পৌর কাউন্সিলর আবু জাহের,ডাক্তার বিল্লাল হোসেন প্রমুখ।
এই সময় সরকার দলীয় নেতা কর্মী,জনপ্রতিনিধি,সরকারী কর্মকর্তা,কর্মচারী,মুক্তিযোদ্ধা,সাংবাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলাটি কসবা পশ্চিম ইউনিয়ন বনাম বাদৈর ইউনিয়নের মধ্যে অনুষ্ঠিত হয়।


Shares