Main Menu

ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সাফল্য:

৪শ বোতল ফেনসিডিলসহ ১ মহিলা আটক

+100%-

phenডেস্ক ২৪:: আখাউড়ায় ৪শ’ বোতল ভারতীয় ফেনসিডিলসহ জুলেখা বেগম (৩৮) নামে এক নারী মাদকব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গতকাল বুধবার ভোররাত সাড়ে তিনটার দিকে তাকে আটক করা হয়। আটক জুলেখা আখাউড়া উপজেলার গঙ্গাসাগর এলাকার মধ্যপাড়া মহল্লার আবুল বাশার মৃধার স্ত্রী। তারা স্বামী-স্ত্রী দুজনেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক দেওয়ান মো. জিল্লুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল বুধবার ভোররাতে গঙ্গাসাগরের মধ্যপাড়া নীলাখাদ এলাকায় মাদকব্যবসায়ী আবুল বাশার মৃধার বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। অভিযান চলাকালে বাড়ির ভেতরের গুদাম ঘর থেকে ৪শ’ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আবুল বাশার মৃধার স্ত্রী ও মাদক ব্যবসায়ী জুলেখা বেগমকে আটক করা হয়। তবে আবুল বাশার মৃধা পলাতক রয়েছেন।






Shares