Main Menu

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে যারা হলেন বিজয়ী :: সকল পদের তথ্য

+100%-

333
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিন প্রার্থী প্রতিদন্ধীতা করেছেন। এর মধ্যে আনারস প্রতীকে ৬৫০ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব শফিকুল আলম নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাড. সৈয়দ এ.কে.এম এমদাদুল বারী চশমা প্রতীকে পেয়েছেন ৫৯৯ ভোট। আর সতন্ত্র প্রার্থী মোবারক হোসেন ঘোড়া প্রতীকে পেয়েছেন ৭৫ ভোট। নির্বাচনে আনারস প্রতীক ব্রাহ্মণবাড়িয়া সদর, বিজয়নগর, নবীনগর, সরাইল আর চশমা প্রতীক বাঞ্ছারামপুর, নাসিরনগর, আশুগঞ্জ, কসবা, আখাউড়ায় পাস করেছে। সৈয়দ একে এম এমদাদুল বারী তার নিজ কেন্দ্র সৈয়দাবাদ এসএম মনিরুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ ভোটে হেরেছেন যেখানে ভোটের সংখ্যা ৪৪ ও ৪৫ (আনারস)। আর বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত হওয়ায় সংরক্ষিত ১,২ ও ৫ এবং সাধারণ ১,৮,১০,১৪,১৫ ওয়ার্ডে এসব পদে ভোট হয়নি।

2

বাকি কেন্দ্রের ফলাফল নিন্মে দেওয়া হল।

222 111






Shares