Main Menu

বিজয়নগরে মালচিংসিট পদ্ধতি ব্যবহার করে কৃষকরা স্বাবলম্বী

+100%-


মোঃ আজহারুল ইসলাম খান শাহ আলম : মালচিংসিট প্রযুক্তি ব্যবহার করে বিজয়নগরে সবজি চাষীরা লাভবান হচ্ছে। উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের দৌলতবাড়ি গ্রামের মোঃ শফিক মিয়া ১০ একর জমি লিজ নিয়ে বর্তমানে এই পদ্ধতিতে সবজি চাষ শুরু করেছে। সবজি বাগানে ৪০/৫০জন লোক নিয়মিতভাবে কাজ করছে। শফিক মিয়া জানান, তাহার কাছ থেকে প্রশিন নিয়ে নিজ নিজ উদ্যোগে শুরু করেছে অনেকেই এই পদ্ধতিতে সবজি চাষ। মালচিংসিট পদ্ধতি হচ্ছে মালয়েশিয়া থেকে আমদানীকৃত এক্সট্রাংসিন প্লিম ব্যবহার করে সবজি চাষ করাকে মালচিংসিট পদ্ধতি বলা হয়। চারা রোপনের পূর্বে জমিতে সকল প্রকার সার,গোবর ব্যবহার করে পুরো জমিতে মালচিংসিট পদ্ধতি ব্যবহার করে চারা রোপন করা হয়। শফিক মিয়ার সবজি বাগান ঘুরে দেখলে আসতে ইচ্ছে হয় না। বর্তমানে শসা, করলা, মরিচ, চিচিংগায় সবজি বাগান ভরপুর। এই প্রযুক্তি দেখে মেরাশানী গ্রামের আবু সালেক, এনামূল, রুবেল মিয়া সহ অনেকেই এই প্রযুক্তি ব্যবহার করে লাভবান হচ্ছে। সবজি চাষিরা জানান, সরকারীভাবে কীটনাশক ও সার বিনা মূল্যে পাওয়া গেলে সবজি চাষিরা আরো উৎসাহিত হবে।


Shares