Main Menu

বজ্রপাতে বিপর্যয়:: আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ৩টি ইউনিটে উৎপাদন বন্ধ

+100%-

বজ্রপাতের কারণে দেশের অন্যতম বৃহৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ  বিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে। আজ বুধবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সাজ্জাদ হোসেন বলেন, ‘সন্ধ্যায় ঝড়-বৃষ্টি চলাকালে হঠাৎ করে বিদ্যুৎকেন্দ্রে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে বিদ্যুৎকেন্দ্রের ৩,৪ এবং ২২৫ নং ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়।’ তিনি জানান, তিনটি ইউনিট বন্ধ থাকার ফলে জাতীয় গ্রিডে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হ্রাস পেয়েছে।

সাজ্জাদ হোসেন আরও জানান, ঘটনার পর থেকে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব প্রকৌশলীরা মেরামত কাজ চালিয়ে যাচ্ছেন। মেরামত কাজ শেষ হতে কয়েক ঘণ্টা সময় লাগবে বলেও জানান এই প্রকৌশলী।






Shares