Main Menu

বজ্রপাতে বিপর্যয়:: আশুগঞ্জে ২টি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন শুরু

+100%-

বজ্রপাতের কারণে দেশের অন্যতম বৃহৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ  বিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে দুটি ইউনিটের উৎপাদন শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিট-৪ ও ২২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্টের উৎপাদন শুরু হয়। এছাড়াও বিদ্যুৎ কেন্দ্রের ১৩০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিট-৩ পুরোপুরি সচল থাকলেও জাতীয় গ্রীডে চাহিদা না থাকায় এর উৎপাদন বন্ধ রয়েছে বলে জানান কর্তৃপক্ষ।
এর আগে বুধবার রাত সাড়ে ৮টার দিকে বজ্রপাতের কারণে কারনে বিকট শব্দে আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের বৃহৎ তিনটি ইউনিটে উৎপাদন বন্ধ হয়ে যায়। তিনটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রীডে ৫’শ ২৫ মেগাওয়াট বিদ্যুৎ হ্রাস পায়। এসময় ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ ও নরসিংদীসহ কয়েকটি জেলার বিদ্যুৎ সরবরাহ তাৎক্ষনিকভাবে বন্ধ হয়ে যায়।
আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. শাহআলম খান জানান, রাতে প্রচন্ড বৃষ্টির সাথে বজ্রপাত হচ্ছিল। এসময় হঠাৎ করে জাতীয় গ্রীড লাইনে ত্রুটি দেখা দিলে বিকট শব্দে তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১৩০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিট-৩, ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিট-৪ ও ২২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্টের উৎপাদন তাৎক্ষনিকভাবে বন্ধ হয়ে যায়।

বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব প্রকৌশলীরা মেরামতের কাজ শুরু করে বন্ধ হওয়া সকল ইউনিট সচল করলেও জাতীয় গ্রীডে চাহিদা না থাকায় ১৩০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিট-৩ এর উৎপাদন আপাদত বন্ধ রয়েছে। তবে চাহিদার সাথে সাথে ইউনিট-৩ এর উৎপাদন শুরু করবে।






Shares