Main Menu

গ্যাস সরবরাহের দাবিতে আশুগঞ্জে বিক্ষোভ মিছিল

+100%-

গ্যাস সরবরাহের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে কারখানার শ্রমিক ও কর্মচারীরা।
রোববার সকালে কারখানার প্রধান ফটকের সামনে সমাবেশ করে শ্রমিক-কর্মচারীরা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল কারখানার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে আশুগঞ্জ সার কারখানার সিবিএর সভাপতি মো.বাবুল মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, কারখানার সিবিএর সাধারণ সম্পাদক মো.ফরিদ উদ্দিন, সহ-সভাপতি সাইফুদ্দিন ফারুকী, সহ-সভপতি হাজী তৈমুর রহমান, সিবিএ নেতা গোলাম মোস্তফা কামরুল ও সরকার আমিনুল হক প্রমুখ।
সমাবেশে বক্তরা বলেন, অবিলম্বে ২০১৫সালে ১জুলাই থেকে মুজরি কমিশন ঘোষণা ও বাস্তবায়ন করতে হবে। এ ছাড়া দীর্ঘ ৮ মাস যাবৎ আশুগঞ্জ সার কারখানার গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। অবিলম্বে গ্যাস সরবরাহ স্বাভাবিক না করা হলে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।






Shares