Main Menu

বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষনের মধ্য দিয়েই এদেশ স্বাধীন হয়েছিল: মোকতাদির চৌধুরী এমপি

+100%-

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমনের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষন ইউনেস্কোর মেমোরি অব দা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিষ্টার এ অর্ন্তভূক্তির মাধ্যমে বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যে’র স্বীকৃতি লাভের অসামান্য কৃতিত্ব অর্জনে সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৫ নভেম্বর শনিবার সকাল ৯ টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন আয়োজিত পৌর শহরে টেংকেরপাড় থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর মুক্তমঞ্চে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক একান্ত সচিব বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

প্রধান অতিথির বক্তব্যে র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষনের মধ্য দিয়েই স্বাধীনতাকামী মানুষ মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেছিল এবং সশস্ত্র সংগ্রামের মাধ্যমে এদেশ স্বাধীন হয়েছিল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী সাংসদ অ্যাডভোকেট ফজিলাতুন্নেছা বাপ্পি, পুলিশ সুপার ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত ডিআইজি মোঃ মিজানুর রহমান পিপিএম বার, পৌর মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আল মামুন সরকার।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিট) আলমগীর কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, জেলা আওয়ামীলীগের সহসভাপতি মজিবুর রহমান বাবুল, যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, আলহাজ্ব মঈন উদ্দিন মঈন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল আলম খোকন, শাহ আলম সরকার, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক মোঃ মনির হোসেন, জেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস, সিনিয়র সহসভাপতি ইফতিয়ার উদ্দিন স্বপন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলহাজ্ব লোকমান হোসেন, সাধারন সম্পাদক এম সাইদুজ্জান আরিফ ও আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠিত আনন্দ শোভাযাত্রায় সরকারী বেসরকারী স্কুল-কলেজ, মাদ্রসার শিক্ষক,শিক্ষিকা, ছাত্র-ছাত্রী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আওয়ামীলীগের বিভিন্নঅঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।

 






Shares