Main Menu

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে– সরাইলে দু’গোষ্ঠীর সংঘর্ষে ৬ পুলিশ সহ আহত- ৩০

+100%-

মোহাম্মদ মাসুদ ::ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত হয়েছে ৩০ জন। গতকাল রোববার সকালে উপজেলার শাহজাদাপুর গ্রামে সর্দার বাচ্চু মিয়া (৭৫) ও দুলাল মিয়ার (৫০) গোষ্ঠীর লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। দশ রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। দুই ঘন্টা স্থায়ী এ সংঘর্ষে ছয় পুলিশ সদস্য সহ উভয় পক্ষের অন্তত: ত্রিশজন আহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,  শাহজাদাপুরের একটি গ্রাম্য সালিসে গত শনিবার বিকালে উচা বাড়ির দুলাল মিয়ার ভাতিজা রিপন (৩৫) কে জুতাপেটা করে মনুর বাড়ির সর্দার বাচ্চু মিয়ার ছেলে সাদু (৪০)। এ ঘটনায় ক্ষুদ্ধ হয়ে গতকাল রোববার সকালে দুই গোষ্ঠীর দেড় সহস্রাধিক লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া। সরাইল থানা পুলিশ দশ রাউন্ড রাবার ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। তিন ঘন্টার রক্তক্ষয়ী এ সংঘর্ষে পুলিশ, নারী, পুরুষ ও শিশুসহ উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছে। আহতদের চান্দুরা, মাধবপুর, সরাইল সহ আশপাশের হাসপাতাল ও প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত পুলিশ সদস্যরা হচ্ছে- এস আই মোঃ বোরহান, আবদুস সামাদ, কন্সটেবল মামুন, ইমরান, ফুরকান ও হোসেন। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আরশাদ বলেন, বর্তমানে ওই গ্রামের পরিস্থিতি শান্ত আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।


সরাইলে কুখ্যাত অটোরিকশা ছিনতাইকারী গোয়াছ গ্রেপ্তার

সরাইলের কুখ্যাত সিএনজি অটোরিকশা ছিনতাইকারী গোয়াছ আলীকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার গভীর রাতে তেরকান্দা গ্রামের বিলের পাড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সরাইল থানায় অর্ধডজনেরও অধিক ছিনতাই মামলা রয়েছে। পুলিশ জানায়, চিহ্নিত ও তালিকাভুক্ত অটোরিকশা ছিনতাইকারী গোয়াছ নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের আন্নর আলীর ছেলে। পুলিশি গ্রেপ্তার এড়াতে সে দীর্ঘদিন ধরে আত্মগোপন করে আছে। গোয়াছ সরাইল সহ দেশের বিভিন্ন স্থানে অটোরিকশা ছিনতাই দলের সক্রিয় সদস্য। শুধু সরাইল থানায় তার বিরুদ্ধে অর্ধডজনের অধিক সিএনজি ছিনতাইয়ের মামলা রয়েছে। গতকাল গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানার এস আই আবদুল আলীম তেরকান্দা গ্রামের অভিযান চালিয়ে বিলের পাড়ের নির্জন এক বাড়ি থেকে গোয়াছকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গোয়াছ গ্রেপ্তারের খবরে স্থানীয় সিএনজি অটোরিকশা চালক ও মালিকরা স্বস্থ্যির নিঃশ্বাস ফেলেছে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আরশাদ গোয়াছকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।






Shares