Main Menu

সরাইলে বিজয় দিবস পালিত

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল থেকে::ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যথাযোগ্য মর্যাদায় ৪৩ তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন দিন ব্যাপি নানান কর্মসূচি বাস্তবায়ন করেছে। রাত ১২টা ১ মিনিটে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। পরে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে পুস্ফস্তবক অর্পন করেন। সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল আটটায় আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলনের পর স্থানীয় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশ, আনসার ভিডিপি, স্কাউটস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিশু কিশোরদের সমাবেশ কুচকাওয়াজ শরীর চর্চা এবং ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বেলা ১২টায় হয় মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার বর্গের সংবর্ধনা ও আলোচনা সভা। বিজয় দিবসের বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এ্যাডভোকেট নাজমুল হোসেন এ ছাড়া অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট, কাবাডি, হাঁসুলি মোরগের লড়াই, মহিলাদের খেলাধুলা ও গ্রে-হাউন্ড কুকুর প্রদর্শন করা হয়। দেশ জাতির শান্তি সমৃদ্ধি ও শহীদদের আত্মার শান্তি মাগফেরাত কামনা করে উপজেলার সকল মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত করা হয়। দিবসটি উপলক্ষ্যে হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। বিকেল ৩টায় উপজেলা প্রশাসন বনাম মুক্তিযোদ্ধা একাদশ ও লাল দল বনাম সবুজ দলের মধ্যে হয় প্রীতি ফুটবল প্রতিযোগীতা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয় সুখী সমৃদ্ধ ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার শীর্ষক আলোচনা সভা ও সিম্পোজিয়াম। সন্ধ্যায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও মঞ্চ নাটক।






Shares