Main Menu

সরাইলে চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

+100%-

প্রতিনিধি : জেলার সরাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলার প্রতিবাদে কর্মবিরতি প্রত্যাহার করেছেন চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা। প্রশাসনের আশ্বাসে সোমবার বিকেল সাড়ে ৩টা থেকে পুনরায় তারা কাজে যোগদান করেছেন।

এর আগে, দুপুরে হাসপাতালের জরুরি বিভাগে টিকেট সংগ্রহ নিয়ে রোগী ও কর্মচারীদের মধ্যে তর্কবিতর্কের জের ধরে বহিরাগতরা হাসপাতালে হামলা চালায়। এতে জরুরি বিভাগের সাত কর্মচারী আহত হন।

ঘটনার পরপরই হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে দুপুর থেকে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা কর্মবিরতি শুরু করেন। তবে জরুরি বিভাগে কাজকর্ম স্বাভাবিক ছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এমরান আহমেদ জানান, হাসপাতালে হামলার কথা শুনে তিনি ঘটনাস্থলে গিয়েছেন এবং ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেছেন। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা কর্মবিরতি প্রত্যাহার করেছেন।






Shares