Main Menu

সরাইলে পুলিশের অভিযান ৫ শতাধিক দেশী অস্ত্র উদ্ধার

+100%-

মোহাম্মদ মাসুদ , সরাইল থেকে ॥
সরাইলে দাঙ্গা অধ্যুষিত দুই গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম (বার) এর নির্দেশে ও সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আরশাদের নেতৃত্বে গত সোমবার বিকেলে এবং রাতে চলে অভিযান। সরাইল থানা, জেলা পুলিশ লাইনের সদস্য ও অরুয়াইল ফাঁড়ির পুলিশের সহাতায় অরুয়াইল ইউনিয়নের দাঙ্গা অধ্যুষিত গ্রাম ধামাউড়া ও চুন্টার নরসিংহপুর গ্রামে অভিযান চালিয়ে পাঁচ শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। এ অভিযানকে সাধুবাদ জানিয়েছে এলাকার শান্তিপ্রিয় মানুষ। পুলিশ জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওই দুই গ্রামে দীর্ঘদিন ধরে চলছে গোষ্ঠীগত দাঙ্গা হাঙ্গামা ও সংঘাত। ইতিমধ্যে নিহত হয়েছে পাঁচ ব্যক্তি। নারী পুরুষ ও শিশু সহ আহত হয়েছে ৪/৫ শতাধিক লোক। অনেকে বরন করেছেন পঙ্গুত্ব। দাঙ্গাবাজরা পুলিশের উপর ও চালিয়েছে হামলা। মামলা হয়েছে দেড়/দুই ডজন। গ্রাম গুলোর সর্বত্রই এখনো বিরাজ করছে আতঙ্ক ও উৎকন্ঠা। অভিযানকালে বিভিন্ন বাড়ি ঘর থেকে পাঁচ শতাধিক টেটা, বল্লম, রামদা, এক কাইট্রা ও কনকাইসের লাঠি উদ্ধার করা হয়েছে। নিরীহ ও সাধারন লোকজন এ ধরনের অভিযান অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আরশাদ বলেন, এলাকায় শান্তি প্রতিষ্টা ও দাঙ্গারোধে যে কোন ধরনের পদক্ষেপ নিতে পুলিশ প্রস্তুত রয়েছে।






Shares