Main Menu

বাক প্রতিবন্ধী আনেরা নিখোঁজ

+100%-

মোহাম্মদ মাসুদ , সরাইল : জন্ম থেকে বাক প্রতিবন্ধী আনেরা বেগম (৪৫) এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। নিঃসন্তান আনেরার বাড়ি সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের জাহাঙ্গীর পাড়া গ্রামে। তিনি মরহুম আবদুল মন্নাফের কন্যা।

স্থানীয় লোকজন জানায়, তারা এক ভাই তিন বোন। আনেরা পরিবারের সবার ছোট। পরিবারের অবস্থা নুন আনতে পানতা পুরায়। আনেরার বড় ভাই ও জন্ম থেকে বাক প্রতিবন্ধী। পার্শ্ববর্তী নোয়াগাঁও গ্রামের আব্দুল কাদিরের সঙ্গে ২০ বছর আগে বিয়ে হয়েছিল আনেরার। বিয়ের এক বছর পর আনেরার স্বামী মারা যায়। তখন থেকে সে বাবার বাড়ীতেই থাকে।

গত ৬ র্মাচ  নাসিরনগর উপজেলা দাতমন্ডল গ্রামে বড় ভায়ের মেয়ের বাড়িতে  যাওয়ার উদ্দেশ্যে বের হয়। এর পর থেকে নিখোঁজ। আনেরার গাঁয়ের রং শ্যামলা। পরনে ছিল লাল রংয়ের ছাপার শাড়ি ও ছাদর। যোগাযোগ মোবাইল নং- ০১৮১৭-১০৩২২৫ (ইউসুফ)।


Shares