Main Menu

সরাইলে ৭২ হাজার শিক্ষার্থীর হাতে বিনামূল্যে বই

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সরাইলে একই সময়ে ৭২ হাজার শিক্ষার্থীর হাতে বিনামূল্যে বই তুলে দেওয়া হয়েছে। গত (১সোমবার) উপজেলার সকল মাধ্যমিক, প্রাথমিক ও মাদরাসার শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে বই উৎসবে যোগ দেয়।
এ উপলক্ষে অধিকাংশ বিদ্যালয়ই সাজ সাজ রবে আলোচনা সভার আয়োজন করেছিল। তবে সরকারি নির্দেশ থাকলেও ২/১টি বিদ্যালয় ইচ্ছা করেই স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বই বিতরন অনুষ্ঠানে দাওয়াত করেননি। আর সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, নির্বাহী কর্মকর্তা উম্মে ইসরাত, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজ উদ্দিন ভূঁইয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এসএমসি’র সভাপতি রফিক উদ্দিন ঠাকুর। সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার সরাইলের মাধ্যমিক ্িবদ্যালয়ে ১৮ হাজার ৫৭০ সেট, এবতেদায়ি শাখায় ৭৪৪ সেট, দাখিল শাখায় ৫২৯ সেট ও ভকেশনাল শাখায় ১৬০ সেট বই প্রদান করা হয়েছে। মাধ্যমিক শাখায় সর্বমোট ২০ হাজার ২০৩ জন শিক্ষার্থী পেয়েছে বিনামূল্যে সরকারি বই। আর ১২৬টি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৫২ হাজার শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে বই।
শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকন বলেন, দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের বই বিতরণ অনুষ্ঠানে অন্যান্য বছর আমি দাওয়াত পেয়েছি। এ বছর আমাকে কিছুই জানায়নি কর্তৃপক্ষ।
এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান বলেন, অবশ্যই সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের দাওয়াত দিতে হবে।
চেয়ারম্যানকে কেন দাওয়াত করলেন না? এমন প্রশ্নের উত্তরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ বিলাত খাঁ মুঠোফোনে হতভম্ব হয়ে লাইন কেটে দেন।






Shares