Main Menu

সরাইলে ২ গাঁজা পাচারকরী গ্রেপ্তার। ভ্রাম্যমান আদালতে কারাদন্ড ।।

+100%-

মোহাম্মদ মাসুদ,সরাইল ॥  সরাইলে অভিনব কায়দায় গাঁজা পাচারকালে গ্রেপ্তার হয়েছে ২ ব্যক্তি। গতকাল সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের কুট্রাপাড়া মোড় এলাকা থেকে গ্রেপ্তারের পর সোয়া কেজি গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে ২ মাদক পাচারকারীকে ভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ ইকবাল হোসেন।

সূত্র জানায়, সীমান্ত এলাকা বিজয়নগর থেকে যাত্রীবাহী লোকাল বাসে অভিনব কায়দায় ঢেওয়া ফলের নিচে পলিথিন মোড়িয়ে লোক চক্ষুকে ফাঁকি দিয়ে সোয়া কেজি গাঁজা নিয়ে ভৈরবের উদ্যেশ্যে রওনা দেয় ইদ্রিস মিয়া (৫৫) ও হানিফ মিয়া (৩৫) নামের দুই মাদক পাচারকারী। গোপন সংবাদের ভিত্তিতে এস আই আবু বক্কর সিদ্দিককে নিয়ে মহাসড়কে অবস্থান নেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট (এসি ল্যান্ড)। বাসটি কুট্রাপাড়া মোড়ে আসার পর বাসে তল্লাশি চালিয়ে ঢেওয়া ফলের নিচ থেকে গাঁজা উদ্ধার করেন। ইদ্রিস মিয়া নরসিংদী রায়পুরার সামছুল হকের ছেলে ও হানিফ আখাউড়া উপজেলার রাজাপুর গ্রামের মদন মিয়ার ছেলে। মাদক পাচারের সাথে জড়িত থাকার দায় স্বীকার করায় ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ইদ্রিস মিয়াকে ১ বছর ও হানিফকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন। জনসমূখে উদ্ধারকৃত গাঁজা আগুন দিয়ে পুঁড়িয়ে ফেলা হয়।






Shares