Main Menu

সরাইলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সংসদ সদস্যের সংবাদ সম্মেলন

+100%-

20160325_122438
ইউপি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ দাবি করে সংবাদ সম্মেলন করেছে ব্রাহ্মণবাড়িয়ার ২ এর সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা । সরাইল উপজেলার নয়টি ইউনিয়নের জাতীয়পার্টির প্রার্থীরা। শুক্রবার দুপুরে সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের জাতীয়পার্ঠির কার্যালয়ে এসে এসব প্রার্থীদের কে নিয়ে সংবাদ সম্মেলনে অংশ নেন সংসদ সদস্য।

বক্তব্য ব্রাহ্মণবাড়িয়ার-২ আসনের সংসদ সদস্য বলেন, যারা অবাধ, সুষ্ঠু নির্বাচনে অনুষ্ঠানে নিজ নিজ ইউনিয়নের সবচেয়ে বেশী ঝুঁকিপূর্ণ কেন্দ্র বা প্রচারণায় বিঘ্ন সৃষ্টিকারী ও বহিরগত সন্ত্রাসীদের কার্যক্রম চোখে পড়লে সাথে সাথে আইন শৃংখলা বাহিনীকে জানাবেন। তিনি আরো বলেন, নির্বাচন সুষ্ট ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে। যা নজির বা উদাহরণ হয়ে থাকবে। যে নির্বাচন আগামী নির্বাচনগুলোকে পথ দেখাবে। আমরা আশা করি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সহবস্থান বজায় রেখে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রন, নিরাপত্তা নিশ্চিত ও আচরণ বিধি মেনে চলে আমাদেরকে সহযোগিতা করবে।






Shares