Main Menu

সরাইলে র্পুববিরোধে জের ধরে দুদফা সংঘর্ষ আহত শতাধিক, আটক ১০জন

+100%-

মোহম্মদ মাসুদ, সরাইল :: ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার গ্রামে র্পুব বিরোধের জের ধরে দুদফা সংঘর্ষে শতাধিক আহত হয়েছে। নারী, পুরুষ ১০জনকে আটক করেছে সরাইল থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, র্পুব বিরোধের জের ধরে দুদফা স্থানীয় ইউপি সদস্য মিজান মেম্বার ও অলি মেম্বারের লোকজনের সংঘর্ষ হয়, এতে উভয় পক্ষের অন্তত শতাধিক লোকজন আহত হয়। এসময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়, পরে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
স্থানীরা জানায়, গতরাত সাড়ে আটটা থেকে রাত দশটা পর্যন্ত মিজান মিয়া মেম্বার এবং অলি মেম্বারের লোকজনের সংঘর্ষ হয়েছিল। আজ বুধবার সকাল দশটার সময় দ্বিতীয় দফায় মিজান মিয়া মেম্বারের এক ভাই আবদুল আমিন দুলালের সংগে অলি মেম্বারের লোকজনের কথা কাটাকাটির এক পর্যায়ে অলি মেম্বারের লোকজন দেশীয় অস্ত্রসজ্জিত হয়ে মিজান মিয়া মেম্বারের লোকজনের অতর্কিত হামলায় সংঘর্ষ বাধে।
সরাইল থানা অফিসার ইনচার্জ আল মামুন-মোহাম্মদ নাজমুল আহমেদ ও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম,ঘটনা সত্যতা স্বীকার করে বলেন ঘটনার সাথে জড়িত দশজনকে আটক করেছি। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।






Shares