Main Menu

সরাইলে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

+100%-

smমোহাম্মদ মাসুদ, সরাইল থেকে : নেশার টাকার জন্য মাকে মারধর করে  ছেলে । অতিষ্ঠ হয়ে দুলাল দেবনাথ (৪০) নামে এক মাদকাসক্ত ছেলেকে পুলিশের কাছে সোপর্দ করেছেন মা।
সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের নন্দীপাড়া গ্রামের মাহন দেবের ছোট ছেলে দুলাল। দুলালকে শনিবার দুপুরে তার নিজ বাড়ীথেকে আটক করে পুলিশ।
দুলালকে ভ্রাম্যমাণ আদালতের হাজির করা হলে বিচারক তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়ে কারাগারে পাঠান।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দা নাহিদা হাবিবা শনিবার বিকেলে এ দন্ড দেন।
নেশার টাকার জন্য দুলাল তার মাকে মারপিট করত। পরে বাধ্য হয়ে তার মা বাসনা রানীদেব উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে দুলালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দেন।
দুলালের বড় ভাই রাহাল দেব বলেন, তার স্ত্রী, দু‘ছেলে আছে। সে ‘দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সব ধরনের চেষ্টা করেছি। কিন্তু সে কোনো কথাই শোনে না। উল্টো আমার মাকে মারধর করে। এ কারণে বাধ্য হয়ে তাকে পুলিশের হাতে সোপর্দ করেছি’।






Shares