Main Menu

সরাইলে ডোবার পানি সেচ দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫

+100%-

মোহাম্মদ মাসুদ : ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার গ্রামে ডোবার পানি সেচ দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ডোবার পানি সেচ দেয়াকে কেন্দ্র করে স্থানীয় ইউপি সদস্য মিজান মিয়া এবং নূর মিয়ার লোকজনের সংঘর্ষ হয়, এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। এসময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়, পরে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

স্থানীয় মনসুর আহমেদ জানায়, ভোরে ফজরের নামাজ শেষে তার এক ভাই ডোবার পানি সেচের মাধ্যমে অন্য জমিতে নেয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় ইউপি সদস্য মিজান মিয়ার এক ভাই আবদুল আমিন দুলাল এসে বাধা দেয়। এক পর্যায়ে তারা অস্ত্রসজ্জিত হয়ে আমাদের উপরে অতর্কিত হামলা চালায়, আমাদের বাড়ি ঘরে ভাংচুর করে। তাদের অত্যাচারে আমরা অতিষ্ট, গতকাল ও তাদের লোকজন পাশের মাঠে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ইউপি সদস্য মিজান মিয়া বলেন, এই বিষয়ে আমি কিছুই জানি না সকালে ঘুম থেকে উঠে সংঘর্ষ দেখে উভয় পক্ষকে থামানোর চেষ্টা চালাই।

পরে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।






Shares