Main Menu

সরাইলে অটোরিকশা চালক নিহত, ট্রাক্টর চালকের বিরুদ্ধে মামলা

+100%-

Road- accident (2)20151001141446

মোহাম্মদ মাসুদ :: ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া মোড় এলাকায় বালিবাহী ট্রাক্টরের ধাক্কায় সিএনজি চালিত যাত্রীবাহী একটি অটোরিকশার চালক নিহত ও আহত হয়েছে তিন যাত্রী।
পুলিশ, প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রোববার দুপুরে সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের ওপর একটি ট্রাক্টর বালি বোঝাই করছিল। এসময় নাসিরনগর থেকে জেলা সদরগামী সিএনজি চালিত একটি অটোরিকশাকে ট্রাক্টরটি সজোরে ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়ে মুছড়ে যায়। এতে অটোরিকশা চালক কাশেম চৌধুরীসহ (২৮) চারজন আহত হন। তাঁদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় হাসপাতালে চালক কাশেম চৌধুরী মারা যান। কাশেম চৌধুরী সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আঁিখতারা গ্রামের হিরা মিয়া চৌধুরীরর ছেলে।
সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, ট্রাক্টরের চালকের অসাবধানতার করণেই দুর্ঘটনা ঘটেছে। এ ব্যাপারে ট্রাক্টর চালকের বিরুদ্ধে মামলা হয়েছে।






Shares