Main Menu

দেশনেত্রী বেগম খালেদা জিয়া গাড়ি বহরে হামলার প্রতিবাদ ::জেলা আইনজীবি ফোরামের উদ্যোগে বিক্ষোভ মিছিল

+100%-

বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, ২০ দলীয় জোট নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়ী বহরে সিটি কর্পোরেশনের নির্বাচনী প্রচারণার সময় ঢাকার বিভিন্ন স্থানে হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের উদ্যোগে গতকাল বুধবার সকাল ১১টায় বিশাল বিক্ষোভ মিছিল সমস্ত কোর্ট এলাকা প্রদক্ষিণ শেষে এক বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। উক্ত বিক্ষোভ সমাবেশ সভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সভাপতি কারা নির্যাতিত নেতা এডঃ শফিকুল ইসলাম। সমাবেশ সভাটি পরিচালনা করেন কারানির্যাতিত নেতা ও আইনজীবি ফোরামের সহ সভাপতি এডঃ গোলাম সারোয়ার খোকন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আইনজীবি সমিতির নির্বাচিত সভাপতি ও আইনজীবি ফোরামের সাধারণ সম্পাদক এডঃ এম. এ মান্নান, এডঃ আনিছুর রহমান মঞ্জু, এডঃ তরিকুল ইসলাম খান রুমা, এডঃ ফখরুদ্দিন আহমেদ খান, এডঃ দুলাল মিয়া, এডঃ মোঃ হানিফ, এডঃ ইসহাক মিয়া, এডঃ ইসমত আরা সুলতানা, এডঃ আলী আজম চৌধুরী, এডঃ আব্দুর রহিম গোলাপ ও এডঃ আরিফুল হক মাসুদ প্রমুখ নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র লীগের অত্যাচারে দেশবাসী আজ অতিষ্ট। গণতন্ত্রকামী মানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণার গাড়ী বহরে হামলা করে আওয়ামী লীগ যে ন্যাক্কারজনক ঘটনার অবতারণা করেছেন ঢাকাবাসী এহেন ন্যাক্কারজনক কর্মকান্ডের প্রতিবাদে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা দক্ষিণে বিএনপি সমর্থিত মগ মার্কা প্রতিকের প্রার্থী মির্জা আব্বাস ও ঢাকা উত্তরে বাস মার্কা প্রতিকের প্রার্থী তাবিথ আউয়াল মিন্টুকে বিপুল ভোটে নির্বাচিত করে এর সমুচিত জবাব দিবে।


Shares