Main Menu

মেডিকেল টেকনোলজিষ্টদের ১৫ দফা বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ॥ স্মারকলিপি প্রদান

+100%-

সকল মেডিকেল টেকনোলজিষ্ট ও স্টুডেন্টদের ১৫ দফা সহ সকল ন্যায্য জাতীয় দাবী দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে “ছাত্র শিক্ষক ও পেশাজীবী সমন্বয় পরিষদ” ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে গতকাল ০৯ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টায় প্রেস ক্লাব চত্বরে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছাত্র শিক্ষক ও পেশাজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক মোঃ আজহারুল ইসলাম নূরনবী’র সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে দাবী সমুহ বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব এর সুদৃষ্টি কামনা করে বক্তব্য রাখেন বিএমটিএ  জেলা শাখার সভাপতি গকুল চন্দ্র মন্ডল, ফার্মাসিস্ট এসোসিয়েশনের জেলা শাখা সভাপতি সঞ্জয় কুমার সাহা, ছাত্র শিক্ষক পেশাজীবী সমন্বয় পরিষদ সদস্য সচিব এস এম জুনায়েদ ইসলাম, ইউসিআইএমটি এর শিক্ষক লোকমান চৌধুরী, বিএসসি ডেন্টাল স্টুডেন্ট লিমন ভূইয়া, ডিপ্লোমা স্টুডেন্ট (ল্যাবরেটরী) আপন রায়। বক্তারা আন্দোলন কর্মসূচী পালনরত অবস্থায় ঢাকা ও বরিশালে পুলিশী হামলায় মেডিকেল টেকনোলজিষ্টদের আহত করার তীব্র নিন্দা প্রতিবাদ জানান। পরে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন ও বিএমএ’র সাধারণ সম্পাদকের মাধ্যমে মাননীয় প্রধান মন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রী এবং স্বাস্থ্য সচিব বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।প্রেস বিজ্ঞপ্তি






Shares