Main Menu

ফেন্সিডিল, এসকফ ও আরসিকফসহ গ্রেফতার ০৩।

+100%-

ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার সহকারী পুলিশ সুপার জনাব তাপস রঞ্জন ঘোষ ও অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস এর নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার এসআই/ইশতিয়াক আহমেদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ রাসেল (২৮), পিতা-মৃত আবুল খায়ের ভুইয়া, সাং-পশ্চিম পাইকপাড়া, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে ২২ (বাইশ) বোতল ফেন্সিডিল ও ০৪ (চার) বোতল আরসিকফসহ অত্র থানাধীন পশ্চিম পাইকপাড়া মিজান টাউয়ারের পিছনে ধৃত আসামী রাসেল এর বাড়ির পশ্চিম ভিটির একচালা টিনের ঘরের ভিতর থেকে গ্রেফতার করা হয়েছে এবং ১নং পুলিশ ফাঁড়ীর টিএসআই/মাসুদ রানা সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ২। জুনায়েদ খন্দকার (২০), পিতা-নিয়াজ আহমেদ, সাং-দক্ষিণ মৌড়াইল, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে ১৩ (বোতল) এসকফসহ অত্র থানাধীন দক্ষিণ মৌড়াইলস্থ কবরস্থানের সামনে পাকা রাস্তার উপর থেকে গ্রেফতার হয়েছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার এসআই/কামরুল হাসান ও এএসআই/বশির আহাম্মদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ৩। খোকন (২২), পিতা-নেহার মিয়া, সাং-আদমপুর, থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে ২১ (একুশ) বোতল আরসিকফসহ অত্র থানাধীন জগতবাজার (কান্দিপাড়া) উচা ব্রীজের দক্ষিণ প্রান্ত হইতে ৫০ গজ পশ্চিমে জনৈক রফিক মিয়ার খালি বাড়ির পার্শ্বে খালপাড় থেকে গ্রেফতার করা হয়। উপরোক্ত মাদক উদ্ধার সংক্রান্তে বর্ণিত আসামীদের বিরুদ্ধে অত্র ব্রাহ্মণবাড়িয়া মডেল থানায় পৃথক ০৩টি মাদক মামলা রুজু করা হয়েছে। তদপুরী অত্র থানা এলাকার আইন-শৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রনে পুলিশী অভিযান অব্যাহত আছে।প্রেস বিজ্ঞপ্তি






Shares