Main Menu

দুই গ্রামের সংঘর্ষে পুলিশ সহ আহত-২০॥ মাদ্রাসা,ঘর,দোকান ভাংচুর

+100%-


তুচ্ছ ঘটনার জের ধরে দুটি গ্রামের লোকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছে। এসময় মাদ্রাসা,ঘর,দোকান ভাংচুরের শিকার হয়।  গত শনিবার সন্ধায় সদর উপজেলার ভাটপাড়া-রাজঘর গ্রামের মধ্যে এ ঘটনা ঘটে। জানা যায়,শনিবার বিকালে রাজঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে লাঠিখেলা চলাকালে ভাটপাড়া ভূঞা পাড়ার এক কিশোরের সাথে রাজঘর গ্রামের রাজঘর হাটির অপর এক কিশোরের বাক-বিতন্ডা ও মারামারি হয়। এ ঘটনার জের ধরে সন্ধায় ভাটপাড়ার ভূঞা পাড়া ও রাজঘর গ্রামের রাজঘর হাটির লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী সংঘর্ষে পুলিশ কন্সটেবল ইসমাইল হোসেন,মহিন উদ্দিন,এলাকাবাসী খায়েশ মিয়া(৩০),মজনু(৩২),হাবিব(৫০),সালাউদ্দিন(২৫),আলাল মিয়া(২৩) সহ ২০ জন আহত হয়।এসময় সংঘর্ষকারিদের ইটের আঘাতে ভাটপাড়া দারুল উলুম মাদ্রাসার জানলার কাঁচ,ইউনিয়ন কৃষকলীগ সভাপতি লিয়াকত আলীর একটি ঘর ও দোকান ভাংচুরের শিকার হয়।পুলিশ এসময় ৩ রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে।খবর পেয়ে সদর মডেল থানার এএসপি তাপস রঞ্জন ঘোষ,ওসি আকুল চন্দ্র বিশ্বাস,ওসি(তদন্ত) মোস্তফা কামাল পাশা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।






Shares