Main Menu

এএসপির বিরুদ্ধে হত্যা মামলার আসামীদের পক্ষ নেয়ার অভিযোগ

+100%-


ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের তোফাজ্জল হত্যা মামলার ভবিষ্যৎ নিয়ে নানা আশংকায় আছেন মামলার বাদী ও তোফাজ্জলের পরিবার।নবীনগরের এএসপি শাহরিয়ার আল মামুনের বিরুদ্ধে মামলার প্রধান দুই আসামীকে চার্জশীট থেকে বাদ দেয়ার চেষ্টা সহ আসামীদের পক্ষ নেয়ার অভিযোগ করেছেন তারা।আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের হুমকিতে নিরাপত্তাহীনতায় বাদী পরিবার। রবিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়।এসময় লিখিত বক্তব্য পাঠ করেন মামলার বাদী তোফাজ্জলের ভাই আবুল কালাম আজাদ।অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন তোফাজ্জলের স্ত্রী লতিফা বেগম,ভাতিজা সুমন ও তোফাজ্জলের শিশু দুই পুত্র।লিখিত বক্তব্যে জানানো হয়,এ বছর ৮ এপ্রিল উপজেলার শিবপুর গ্রামের সহিদ মেম্বার ও মুছা মিয়া গংদের হামলায় গুরুতর আহত হয় তোফাজ্জল।এসময় পুলিশ আসামীদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে মামলা নিতে গড়িমসি করে।পরে সংবাদ সম্মেলন করলে পুলিশ মামলা নিলেও বাদী পক্ষের বিরুদ্ধে মিথ্যা নারী নির্যাতন মামলা রুজু করে পুলিশ।চিকিৎসাধীন অবস্থায় তোফাজ্জল ৫ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেলেও পুলিশ হত্যা মামলা নিতে নানা টালবাহানা করে।এসব ঘটনায় আসামীদের পক্ষ নিয়ে কাজ করেন নবীনগর সার্কেলের এএসপি শাহরিয়ার আল মামুন।এমনকি তিনি কয়েকবার বাদী পক্ষের সাক্ষ্য নেয়ার নামে তাদেরকে ধমকা-ধমকি করেন।এএসপির পক্ষপাতিত্বের কারণে হত্যা মামলার আসামীরা এলাকায় প্রকাশ্যে ঘুরাফেরা করলেও তাদের গ্রেফতার করেনি পুলিশ।বাদী পক্ষ আশংকা প্রকাশ করে বলেন,এএসপি শাহরিয়ার আল মামুন মামলার প্রধান দুই আসামী সহিদ মেম্বার,মুছা মিয়াকে চার্জশীট থেকে বাদ দেয়ার চেষ্টা করছেন তোফাজ্জল হত্যার বিচার চেয়ে পরিবারের পক্ষ থেকে পোষ্টার করে লাগানো হলে পুলিশের সহায়তায় আসামীরা পোষ্টার ছিড়ে ফেলে।আরো জানায়,হত্যা মামলার পর থেকে ইউপি চেয়রম্যান সামছুল হকের নেতৃত্বে আসামীরা বাদী ও তোফাজ্জলের পরিবারকে বিভিন্ন সময় মামলা তুলে নিতে হুমকি-ধামকি দিয়ে আসছে।এ ব্যাপারে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডিও করা হয়।আসামীদের হুমকি-ধামকিতে মামলার বাদী ও তোফাজ্জল পরিবারকে বিভিন্ন সময় বাড়ি ও এলাকা ছেড়ে পালিয়ে বেড়াতে হয়।তোফাজ্জলের স্ত্রী লতিফা বেগম জানান,আমি নাবালক ৩ ছেলে ও ১ মেয়ে নিয়ে চরম নিরাপত্তাহীনতায় আছি।আমার শিশু সন্তানেরা বাড়ির বাইরে গেলেই আসামীরা ছুরি দেখিয়ে হুমকি দিচ্ছে।তোফাজ্জল হত্যার আসামীরা প্রকাশ্যে চলাফেরা করলেও পুলিশ তাদের ধরছেনা।কি অপরাধ ছিলো আমার স্বামীর।






Shares