Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

+100%-

শামীম উন বাছির : সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কয়েক হাজার হেফাজত নেতাকর্মীরা।

সমাবেশে বাধা দেয়ার প্রতিবাদে দুপুর প্রায় তিনটায় শহরের কান্দিপাড়ার জামিয়া ইউনুছিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।

‘বাচাঁও ঈমান,বাচাঁও দেশ,হেফাজতের বাংলাদেশ’ স্লোগানে মিছিলটি  শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।শেষে শহরের তোফায়েল আজম মনুমেন্টের সামনে এসে সমাবেশ করে। এতে মুফতি আব্দুর রহিম কাশেমীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, হাফেজ মাওলানা আব্দুর রহিম আল মাদানী, মাওলানা আব্দুল হক, মাওলানা এনামূল হক, গাজী মাওলানা ইয়াকুব উসমানী, মাওলানা এরশাদ, হাফেজ মাওলানা জুনায়েদ, মাওলানা সিরাজুন মনির প্রমুখ।সভায় বক্তারা আগামীকালের নির্ধারিত শাপলা চত্বরে সমাবেশে বাধা দেয়ার জন্য সরকারের নিন্দা করেন। বক্তারা জামায়াতে ইসলামীর সাথে তাদেরকে এক করে না দেখার আহবান জানান।


Shares