Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় সনাকের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

+100%-

প্রতিবদেক : টিআইবি’র সহায়তায় সচেতন নাগরিক কমিটি (সনাক)  ব্রাহ্মণবাড়িয়া’র উদ্যোগে শনিবার  ব্রাহ্মণবাড়িয়া সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার জেএসসি/ জেডিসি-২০১২ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিার্থীদের  সংবর্ধনা দেয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদার, বিশেষ অতিথি  ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্য প্রফেসর কাজী মোঃ মোস্তফা জালাল, দুপ্রক ও সুজনের সভাপতি প্রফেসর মোঃ মোখলেছুর রহমান খান, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন।  সনাক সভাপতি অধ্যাপক মোঃ শফিকুল বারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন টিআইবি’র সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মোঃ রিয়াজ উদ্দিন খান, সনাকের সহ সভাপতি জেসমিন খানম, প্রেসক্লাব সাধানর সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন জামি, সনাক সদস্য প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম,  মোহাম্মদ আরজু, আবদুন নূর, অধ্ক্ষ্য মোঃ মোনায়েম প্রমুখ। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৪৭ জন শিার্থীকে ক্রেষ্ট ও সম্মাননা সনদ প্রধান করা হয়।

Shares