Main Menu

ব্রাহ্মণবাড়িয়ার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শহরের সুন্দর ও পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে —জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান

+100%-

chamberবুধবার সকালে পৌর কমিউনিটি সেন্টারে ব্রাহ্মণবাড়িয়ার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির বার্ষিক সাধারণ সভার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০১৫ইং সনের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন ব্রাহ্মণবাড়িয়ার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আলহাজ্ব আজিজুল হক, ২০১৫ইং সনের অর্ডিট রিপোর্ট উপস্থাপন করেন উর্ধ্বতন সহ সভাপতি সুভাষ চন্দ্র পাল, ২০১৬ সালের বাজেট উপস্থাপন করেন সহ সভাপতি আলহাজ্ব মোঃ শাহ আলম। বিগত সাধারণ সভার কার্যবিবরণী উপস্থাপন করেন ব্রাহ্মণবাড়িয়ার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সচিব মোঃ আজিম উদ্দিন।
পরে দ্বিতীয় অধিবেশন দুপুর ১২টায় ব্রাহ্মণবাড়িয়ার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আলহাজ্ব আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবীর, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন, সহকারী কাস্টমস কর্মকর্তা কামরুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির উর্ধ্বতন সহ সভাপতি সুভাষ চন্দ্র পাল, সহ সভাপতি আলহাজ্ব মোঃ শাহ আলম, পরিচালক মোঃ কামাল মিয়া, আজিজুর রহমান শামীম, মোঃ জসিম উদ্দিন, কাজী আলমগীর, রেজওয়ানুল হক মনি, তানভীর আহমেদ, জাবেদুল ইসলাম সোহাগ, রতন কুমার পাল, আবুল খায়ের, হারুন অর রশিদ, মোঃ নুরুজ্জামান ভূইয়া মিল্টন, মোঃ জুয়েল খান, মোঃ রফিকুল ইসলাম, প্রদীপ চন্দ্র সাহা প্রমুখ।

সভা পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়ার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক মুমিনুল আলম বাবু। পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মাওঃ সুলতান ইয়াসীর মাদানী, পবিত্র গীতা পাঠ করেন প্রবীর দাস ব্রহ্মচারী। সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন, ব্রাহ্মণবাড়িয়া ব্যবসা-বাণিজ্য বান্ধব জেলা। শহরের সুন্দর ও পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে। এ সময় তিনি ব্যবসা-বাণিজ্যিক কার্যক্রম নির্বিঘেœ পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রশাসনের সাথে ধারাবাহিক মতবিনিময় এবং পৌর কর, ট্রেড লাইসেন্স ফি, শুল্কায়ন, আয়কর, ভ্যাট-সহ অন্যান্য বিষয়ে পরিপূর্ণতা বজায় রেখে সকলে একযোগে কাজ করার আহবান জানান। সভাশেষে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।প্রেস রিলিজ






Shares