Main Menu

ব্রাহ্মণবাড়িয়া নাট্য গোষ্ঠির প্রযোজনায় “এখনো ওরা” নাটক মঞ্চস্থ নাটকের মাধ্যমে মানুষের মাঝে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে হবে — জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন

+100%-

20151121_184435ব্রাহ্মণবাড়িয়া নাট্য গোষ্ঠির প্রযোজনায় সামাজিক মূল্যবোধের নাটক “এখনো ওরা” গতকাল শনিবার সন্ধ্যায় ওস্তাদ আলাউদ্দীন খাঁ পৌর মিলনায়তনে মঞ্চস্থ হয়েছে। এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা ব্রাহ্মণবাড়িয়া নাট্য গোষ্ঠী’র উপদেষ্ঠা বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া নাট্য গোষ্ঠী’র সভাপতি সাদেকুর রহমান শরীফ। অনুষ্ঠান পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া নাট্য গোষ্ঠী’র সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সোহেল ও সাইফুল ইসলাম রনি। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ব্রাহ্মণবাড়িয়া নাট্য গোষ্ঠী’র সদস্য আশিকুর রহমান সোহাগ, মোরাদুল আবেদিন, নাসরিন হাওলাদার শিশির।

“এখনো ওরা” নাটকটির রচনা করেন আলাউদ্দিন আলী ও নির্দেশনায় ছিলেন আনোয়ার হোসেন সোহেল। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, নাটক আমাদের সাম্প্রদায়িক জীবনের একটি প্রতিচ্ছবি যা খন্ড চিত্র। নাটকে বিনোদনের পাশাপাশি সামাজিক মূল্যবোধ ও শিষ্টাচার শিক্ষা দেওয়া যায়। নাটকের মাধ্যমে সমাজের নানান অসঙ্গতি তুলে ধরে তা সংশোধনের উপায় মানুষের মাঝে তুলে ধরা যায়। তাই টিভি চ্যানেলের পাশাপাশি স্থানীয় পর্যায়ে মঞ্চ নাটককে আরো গতিশীল, প্রাণবন্ত ও মর্মস্পর্শ করে তুলতে হবে। তিনি এ সময় আরো বলেন, নাটকের মাধ্যমে মানুষের মাঝে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে হবে। ব্রাহ্মণবাড়িয়ায় নাটকের ঐতিহ্য ফিরিয়ে আনতে সকলে একযোগে কাজ করতে হবে।প্রেস রিলিজ






Shares