Main Menu

নুরুন নাহার সাত্তার এর কুলখানি অনুষ্ঠিত

+100%-

সাবেক প্রতিমন্ত্রী, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা বি.এন.পি’র প্রাক্তণ সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া-২ নির্বাচনী আসনের জাতীয় সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার ভূঁইয়ার সহধর্মীনি নুরুন নাহার সাত্তার এর কুলখানি গতকাল বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যমেড্ডাস্থ উনার নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় কুরআন খতম, তাসবীহ্, বাদ আছর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মরহুমার স্বামী সাবেক প্রতিমন্ত্রী গুরুতর অসুস্থ উকিল আবদুস সাত্তার ভূঁইয়ার শারিরীক সুস্থতা কামনা করা হয়। মাহফিলে অধ্যক্ষ মু. মুজিবুর রহমান, সাবেক অধ্যক্ষ শফিকুল বারী, জেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব এড. হাবিব উল্লাহ্, জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সিনিয়র সহ-সভাপতি জিল্লুর রহমান, সহ-সভাপতি এড. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সালমা বারীসহ ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসুল্লিবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নুরুন নাহার সাত্তার (৭৫) শারীরিক অসুস্থতায় আক্রান্ত হয়ে গত ২২ জানুয়ারী, বুধবার ভোর ৪টা ৩০ মিনিটে ঢাকাস্থ বসুন্ধরার বাসভবন থেকে হাসপাতাল যাওয়ার পথে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী, ১ পুত্র, ২ কন্যা সহ বিপুল সংখ্যক শুভাকাঙ্খী, আত্মীয় স্বজন রেখে গেছেন। দুপুরে বসুন্ধরা জামে মসজিদ চত্ত্বরে প্রথম জানাজা ও বাদ আসর ব্রাহ্মণবাড়িয়া লোকনাথ রায় চৌধুরী ময়দানে দ্বিতীয় দফা জানাজা শেষে শেরপুর কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়। জানাজায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি, জেলা আওয়ামী লীগ, জাতীয় পার্টির নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মুসল্লীবৃন্দ অংশ নেন। এর আগে মৃত্যুর সংবাদ পাওয়ার পর থেকে মরহুমাকে শেষ বার দেখা ও পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য শহরের মধ্য মেড্ডাস্থ বাসভবনে আত্মীয় ও শুভাকাঙ্খীদের ভীর জমে। (প্রেস বিজ্ঞপ্তি)






Shares