Main Menu

কসবায় শীতার্তদের পাশে সংবাদপত্র কর্মীরা

+100%-

কসবা প্রতিনিধি::মুজিব বর্ষ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন সংবাদপত্রের কর্মীরা।

আজ ২৩ জানুয়ারি সকালে কসবা রেলস্টেশনে পাক্ষিক অপরাধ পত্র ও কসবা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দরিদ্র রিকশা চালকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: মনির হোসেন। সাংবাদিক খ,ম,হারুনুর রশীদ ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,কসবা থানা কমিুনিটি পুলিশিং কমিচির সভাপতি সফিকুল ইসলাম ভূইয়া রগুু, কসবা উপজেলা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মোবারক হোসেন চৌধুরী,উপজেলা ছাত্রলীগের আহবায়ক আফজাল হোসেন রিমন, সৈকত আলী,আশরাফুল ইসলাম, পৌর কাউন্সিলর হেলাল সরকার, পৌর কাউন্সিলর রগু মিয়া,হারুন মিয়া,সাইমুন চৌধুরী, ফায়েজ খন্দদকার,আতাউর রহমান,,জাবেদ প্রমুখ। এই সময় সিএনএন টিভির কসবা প্রতিনিধি জুলেখা আক্তার, আনন্দ টিভির প্রতিনিধি এস এম নাছির উদ্দিন খান, এস টিভি বাংলা প্রতিনিধি ফারজানা রশীদ ঢালী কাশমী, চ্যানেল ২৪ ঘন্টা টিভির প্রতিনিধি আফরোজা রশীদ ঢালী হাসি, চ্যানেল টিভির প্রতিনিধি নাজমুল হক রোকন, ব্রাহ্মণবাড়িয়া টিভির প্রতিনিধি বায়েজিদ পাঠান ঢালী,চ্যানেল ২৬ টিভির প্রতিনিধি আকলিমা রশীদ ঢালী কাশমী, কিউ টিভি বাংলা কসবা প্রতিনিধি পারুলা রশীদ ঢালী,নিউজ  টিভি বাংলা প্রতিনিধি ইয়াছিন রেজা,অপরাধ পত্রর স্টাফ রিপোর্টার গিয়াস উদ্দিন,সাপ্তাহিক নতুন মাত্রা প্রতিনিধি জহিরুল ইসলাম জালাল প্রমুখ উপস্থিত ছিলেন।
কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ,ম,হারুনুর রশীদ ঢালী বলেন,মুজিব শতবর্ষে যে যার অবস্থান থেকে শীতার্ত মানুষের পাশে এগিয়ে আসার জন্য সকল শ্রেণী পেশা মমানুষের প্রতি অনুরোধ জানান।





Shares