Main Menu

জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ একটি অপরাজনীতি: পুলিশের উপ-মহাপরিদর্শক মো:মনিরুল ইসলাম

+100%-

আফগানিস্তানের আন্তর্জাতিক  রাজনীতির কুচক্রে জঙ্গিবাদের সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের উপ-মহাপরিদর্শক ও কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ইউনিটের চিফ মো:মনিরুল ইসলাম। তিনি বলেন,‘সন্ত্রাসবাদ কথাটি এই উপমহাদেশের নয়। এর কারণ আমরা শান্তিপ্রিয় মানুষ। ১৯৭৯ থেকে ৮৯ সাল পর্যন্ত আফগানিস্তানের আন্তর্জাতিক রাজনীতির কুচক্রে, কূটচালে ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে জঙ্গিবাদের জন্ম হয়। আফগানিস্তানই হচ্ছে মূলত সন্ত্রাসবাদের সূতিকাগার।’

শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের আয়োজনে শহরের টাউন হলে জঙ্গীবাদ,সন্ত্রাস ও মাদক বিরোধী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মনিরুল ইসলাম বলেন,‘মূলত আফগানিস্তান থেকে বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রম এসেছে। এটি ভুলে গেলে চলবেনা জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ একটি অপরাজনীতি। সেই অপরাজনীতিকে যারা নিয়ে এসেছিল তাদের লক্ষ্য ছিল ৫২’র ভাষা আন্দোলন ,৭১’র মুক্তিযুদ্ধের চেতনা, শিল্প সাহিত্যকে ধ্বংস করে বাংলাদেশকে  আফগানিস্তান ও পাকিস্তানের মতো জঙ্গিবাদী রাষ্ট্র  হিসেবে পরিণত করা।’

পুলিশ সুপার মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তৃতা করেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এএসএম শফিকুল্লাহ্, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।






Shares