Main Menu

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগ::ভোলাগিরী মিষ্টান্ন ভান্ডার, প্রাপ্তি বেকারি ও অমৃত হোটেলকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

+100%-

mobile courtডেস্ক ২৪:: অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
১২ মে বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে শহরের মহাদেব পট্টি এলাকার ভোলাগিরী মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার, ডাঃ ফরিদুল হুদা রোডের প্রাপ্তি বেকারী এন্ড কনফেকশনারীকে ১০ হাজার ও স্টেশন রোডের অমৃত হোটেল এন্ড সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও জান্নাতুল ফেরদৌস জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং বাংলাদেশ হোটেল ও রেস্টুরেন্ট অধ্যাদেশ, ১৯৮২ অনুসারে এ তিন প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় তার সঙ্গে জেলা মার্কেটিং অফিসার মো. নাজমুল হক, জেলা ক্যাব’র সাধারণ সম্পাদক এস এম শাহীন সহ প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।






Shares