জন্ম নিল মাথাবিহীন শিশু



![]() ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় জেলার কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগানে। মিরতিংগা চা বাগানের ছেবাষ্টিং ম্রোং এর স্ত্রী কেতরিনা দিও অচেত গর্ভে ১৩ মাসে ২০ কেজি ওজনের একটি জন্ম গ্রহণ করে। জন্মের প্রায় ১০ মিনিট পর শিশুটির মৃত্যু ঘটে। মাথা বিহীন শিশুর কপাল থেকে প্রায় ৭ ইঞ্চি লম্বা চুল দেখা গেছে। |