Main Menu

নবীনগরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

+100%-

মিঠু সূত্রধর পলাশ : বিশ্ব তামাকমুক্ত দিবস- ২০২৩ উদ্‌যাপন উপলক্ষ্যে নবীনগরে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। “তামাক নয়-খাদ্য ফলান“ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৩ পালিত হয়।

এ উপলক্ষে বুধবার দুপুর ১২ টায় উপজেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি মাদক বিরোধী র‌্যালী শহরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ উপজেলা প্রশাসনের সভা কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহাকরি কমিশনার (ভূমি) মাহামুদা জাহান,বীর মুক্তিযোদ্ধা শামছুল আলম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. পারভেজ হোসেন, উপজেলা ইঞ্জিনিয়ার মো. ইসতিয়াক আহামেদ, মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের সভাপতি মো. আবু কাউছার, ইউপি চেয়ারম্যান আল ইমরান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, মাদক একটি পরিবারকে ধ্বংস করে দেয়। এর জন্য সচেতনতা বৃদ্ধিতে প্রথমে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সচেতন করতে হবে। শুধু শিক্ষার্থীেেদর নয় সমাজের সকল শ্রেণীর মানুষকে সচেতন করতে হবে।






Shares