Main Menu

কসবায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত। মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আর্থিক সহায়তা প্রদান

+100%-

খ.ম.হারুনুর রশীদ ঢালী : স্থানীয় উপজেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেনউপজেলা পরিষদ।


কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে কসবা উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমানের সভাপতিত্বে কসবা উপজেলার ১০৪ জন  মুক্তিযোদ্ধাকে ক্রেষ্ট প্রদানসহ ৫০জন শহীদ পরিবারকে নগদ ২০০শত টাকা করে আর্থিক সহায়তা করা হয়। কসবায় মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন ভুইয়া বকুল। বক্তব্য রাখেন কসবা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এড.এ কে এম আজিজুর রহমান, মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম মিলন, এম এইচ শাহ আলম, সমাজ সেবা অফিসার গোলাম সারোয়ার প্রমুখ।


এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধভিত্তিক ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থা সহ বিভিন্ন বিষয়ে ডিসপ্লে পরিবেশন করে। মাঠে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমীন ভুইয়া বকুল, উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমান, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী আজহারূর আসলাম, কায়েমপুর ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন সরকার, কসবা পশ্চিম ইউপি চেয়ারম্যান জহিরুল হক খান প্রমুখ।






Shares