Main Menu

কসবায় ৬ষ্ঠ দিনের অবরোধ পালিত

+100%-

খ.ম.ঢালী, স্টাফ রিপোর্টার ঃ ব্রাহ্মণবড়িয়ার কসবায় ১৮ দলের ডাকা ১৪৪ ঘন্টার অবরোধ কর্মসূচীর ষষ্ঠ দিন দু-একটি ভাংচুরের মধ্য দিয়ে ১২ডিসেম্বর বৃহস্পতিবার অবরোধ পালিত হয়েছে। ভোরে পিকেটাররা কুমিল্লা-সিলেট মহাসড়ক, কসবা-আখাউড়া, কসবা-ব্রাহ্মণবাড়িয়া ও কুল্লাপাথর-ব্রাহ্মণবাড়িয়া, কসবা-আখাউড়া, কসবা-গুহিত-মুধুপুর সড়কে টায়ার জালিয়ে ও গাছের গুঁড়ি, ইট ফেলে রাস্তা অবরুদ্ধ করে রাখে। উপজেলার বিভিন্ন রাস্তায় বাস-ট্রাক, সিএনজি ও রিক্সাসহ সবধরনের যান চলাচল বন্ধ রয়েছে। অফিস, ব্যাংক-বীমা খোলা থাকলেও সদর দরজায় ছিল তালা বদ্ধ। অফিস খোলা থাকলেও উপস্থিত ছিল খুবই কম। এদিকে কসবার কুমিল্লা-সিলেট মহাসড়কের শান্তিপুর নামক স্থানে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. ইকলিল আজম ও কসবা-আখাউড়া সড়কে যুবদল সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিনের নেতৃত্বে শত শত নেতা-কর্মী মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল অবরোধ করে রাখে।
অপর দিকে কসবা-আখাউড়া সড়কের তেতৈয়া নামক স্থানে কসবা পৌর বিএনপির সভাপতি আলী আশ্ররাফ ও উপজেলা যুবদলের সভাপতি ওসমান শাহীনের নেতৃত্বে কয়েক শতাধিক নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিল করে।






Shares