Main Menu

কসবায় পিরানহা উদ্ধার

+100%-

প্রতিনিধি : শুক্রবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১১শ’ কেজি পিরানহা মাছ উদ্ধার করেছে বিজিবি। পরে এগুলো মাটিতে পুতে ফেলা হয়। আখাউড়ার কর্ণেল বাজার সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার করিমুল হক জানান, ভারতে পাচারকালে কসবার মজলিশপুর সীমান্ত থেকে মাছগুলো আটক করা হয়। একটি মিনি ট্রাকে করে মাছ ভারতে নিয়ে যাওয়া হচ্ছিল।


Shares