Main Menu

কসবায় রেলওয়ের ডাবল লাইন সম্প্রসারন বিষয়ে মতবিনিময় সভা

+100%-



প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রেলওয়ের ডাবল লাইন সম্প্রসারন বিষয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশ রেল মন্ত্রনালয়ের সহযোগিতায় আঞ্চলিক সহযোগিতা ও সমন্বিতকরণ প্রকল্পের আওতায় আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত দ্বৈত রেললাইন নির্মাণ এবং বর্তমান রেলপথ উন্নয়নের লক্ষ্যে সমীক্ষা যাচাই, বিশদ নকশা প্রণয়ন ও দরপত্র তৈরি বিষয়ে উপ প্রকল্পের বিভিন্ন কর্মকান্ড ও পরিবেশগত প্রভাব সম্পর্কে স্থানীয় জনগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল সাইফুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন ভূঁইয়া বকুল। বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের বৈদেশিক পরিবেশ বিশেষজ্ঞ গেজা টেলেকি, দেশীয় পরিবেশ বিশেষজ্ঞ মোঃ মেহেদী হাসান, সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেন।  
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কসবা টি.আলী ডিগ্রী কলেজের অধক্ষ্য মোঃ তাফাজ্জল হোসেন, কসবা মহিলা ডিগ্রী কলেজের অধ্য মোঃ তসলিম মিয়া, বায়েক আলহাজ্ব শাহ আলম কলেজের অধ্য মোঃ আবুল কাশেম, কায়েমপুর ইউপি চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন সরকার, কসবা পশ্চিম ইউপি চেয়ারম্যান মোঃ জহিরুল হক খান, কসবা প্রেসকাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা, কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক মোঃ আবু বক্কর সিদ্দিক, উপজেলা যুবলীগ সভাপতি এম জি হাক্কানী, কসবা পুরাতন বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মোঃ ফুল মিয়া মাস্টার, কসবা নতুন বাজার ব্যাবসায়ী কমিটির সাধারন সম্পাদক মোঃ মনির হোসেন প্রমুখ।






Shares