Main Menu

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভ্র্যাম্যমান অভিযানে ৬জনকে জরিমানাসহ মাস্ক বিতরণ

+100%-

কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভ্রাম্যমান অভিযানসহ ৬জনকে জরিমানাসহ মাস্ক বিতরণ করা হয়। আজ দুপুরে কসবা সদরে স্বাস্থ্যবিধি অমান্য করায় ভ্রাম্যমান অভিযানে ৬ পথচারীকে জরিমানাসহ মাস্ক বিতরণ করা হয়েছে । কসবা পুরাতন বাজার ও নতুন বাজার, কুটি বাজার এলাকায় এই অভিযান পরিচালনা কর হয়। একই সাথে করোনা থেকে রক্ষা করতে জনসচেতনার লক্ষ্যে প্রচার প্রচারণী পত্রসহ মাস্ক বিতরণ করা হয়।

ভ্রাম্যমান অভিযান পৃথক পৃথক ভাবে পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেষ্ট মাসুদ উল আলম ও সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিট্রেষ্ট হাছিবা খান। এই সময় কসবা থানা পুলিশ পরিদর্শক তদন্ত জাকির হোসাইন,কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুুর রশীদ ঢালী,কুটি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শামীম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন। ভ্রাম্যমান আদালত ৬জনকে ২হাজার ৩শত টাকা জরিমান করেন। উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম সাংবাদিকদেরকে জানান; করোনা থেকে রক্ষা করতে জনগণ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য এই অভিযান অব্যাহত থাকবে।






Shares