Main Menu

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযান :গরু মোটাতাজাকরণ ঔষধ, গাঁজা, এবং ভারতীয় জিরা আটক

+100%-

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অদ্য ০৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ আজমপুর বিওপি টহল কমান্ডার জুনিয়র কর্মকর্তা (নায়েব সুবেদার) মোঃ করিমুল হক রাত ০০১৫ ঘটিকায় বিশেষ অভিযান পরিচালনা করে নীলাকাত এলাকা হতে ২৫১০ (দুই হাজার পাঁচশত দশ) টি গরু মোটা তাজাকরন ঔষধ উদ্ধার করে ও দুপুর আনুমানিক ১২৩০  ঘটিকায় গোসাইস্থল বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শফিকুল ইসলাম গোপন সংবাদ এর ভিত্তিত্বে জয়নগর এলাকায় বিশেষ অভিযান করে ০৫ কেজি গাঁজা আটক করে এবং শ্যামনগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সলিমুল্লাহ আখাউড়া  এলাকায় অভিযান পরিচালনা করে ১৬৮ কেজি ভারতীয় জিরা আটক করা হয়। ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নজরুল ইসলাম সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কোরবানী ঈদকে লক্ষ্য করে কিছু অসাধু ব্যবসায়ী কর্তৃক যাতে সীমান্ত অতিক্রম করে গরু মোটাতাজাকরণ ঔষধ (যাহা স্বাস্থের জন্য মারাত্বক ক্ষতিকর) বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে বর্ডার গার্ড বংলাদেশ কঠোর নজরধারী বৃদ্ধি করেছে। এ ব্যাপারে তিনি সবাইকে সার্বিক সহযোগীতা করার জন্য অনুরোধ করেন।প্রেস রিলিজ






Shares