Main Menu

আখাউড়ায় সাড়ে ৩শ কেজি পিরানহা মাছসহ পাচারকারী আটক

+100%-

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৩শ ৫০ কেজি পিরানহাসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। এসময় পাচারকাজে ব্যবহৃত একটি ট্রাকও আটক করা হয়।  বুধবার ভোর সাড়ে ৪টায় আখাউড়া-চান্দুরা সড়কের  আমোদাবাদ এলাকা থেকে এগুলো জব্ধ করা হয়। আটক  পাচারকারীর নাম লিটন মিয়া-(৩২)। সে সদর উপজেলার চিনাইর গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে। পরে পিরানহাগুলো বিকাল ৪টায় উপজেলা মৎস্য কর্মকর্তা আবু মাসুদের উপস্থিতি তিতাস নদীর পাড়ে গর্ত করে পুঁতে ফেলে ধ্বংস করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি আলী নগর বিশেষ ক্যাম্পের নায়েক সুবেদার শাহজাহান আলীর নেতৃত্বে বিজিবির একটি দল আমোদাবাদ এলাকায় চান্দুরা অভিমুখি একটি পিক আপে তলাশী চালিয়ে এগুলো উদ্ধার করে। এসময় পিক আপে থাকা লিটন মিয়াকে আটক করে।  পিরানহাগুলো ভারতে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে চালক লিটন স্বীকার করেন।






Shares