Main Menu

ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের পথ এগিয়ে যাচ্ছে.. জেলা প্রশাসক

+100%-


প্রতিবেদক : বুধবার বিকাল ৫টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৩ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (শিা ও আইটিসি) মোঃ লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর অবঃ জহিরুল হক খান বীরপ্রতীক। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক বলাই চন্দ্র সাহা। অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদ হোসেন চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার বলেন, ডিজিটাল পদ্ধতির মাধ্যমে দেশ আজ  এগিয়ে যাচ্ছে। ২০০৮ সালে বর্তমান সরকার মতায় আসার সময় বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় আজকে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে। আমাদেরকে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করতে হবে। তিনি এ সময় আরো বলেন, এই মেলার মাধ্যমে বর্তমান প্রজন্মের সকল ছাত্র ছাত্রীরা তাদের অভিজ্ঞতা সঞ্চয় করবে। এবং একইভাবে সর্ব সাধারণ কিভাবে ডিজিটালে আমারা এগুচ্ছি তা বুঝতে পারবে।






Shares