Main Menu

মন্ত্রী হলেন এড: ছায়েদুল হক

+100%-

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের পঞ্চম বারের মত  নির্বাচিত সংসদ সদস্য ও  সুপ্রিম কোর্টের আইনজীবি এড: ছায়েদুল হক মন্ত্রী হলেন রবিবার বিকাল সাড়ে তিন ঘটিকায় শপথ গ্রহণ করেন তিনি। যতটুকু জানা গেছে দপ্তর বন্টনের পর সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হতে পারেন তিনি। এর আগেও তিনি খাদ্য,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় অপর দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। এলাকার সৎ যোগ্য প্রবীণ রাজনীতিবিদ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত তিনি। দীর্ঘদিন পর হলেও মন্ত্রীত্ব পাওয়ায় নাসিরনগর বাসীর মাঝে আনন্দের বন্যা বইছে। তার মন্ত্রী পাওয়ার সুবাধে রবিবার নাসিরনগরে মিষ্টি বিতরণের ধুম পড়ে। বিকালে উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে নাসিরনগর সদরে এক আনন্দ মিছিল বের হয়। এ মিছিলে নেত্রীত্ব দেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ টি এম মনিরুজ্জামান সরকার,উপজেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক চেয়ারম্যান মোঃ জিতু মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার রায়,সুজিত কুমার চক্রবর্তী,হাজী সুরুজ আলী প্রমুখ। তাছাড়াও ছায়েদুল মন্ত্রী হওয়ার সুবাধে উপজেলার বিভিন্ন স্থানে ক্ষুদ্র ক্ষুদ্র আনন্দ মিছিল হয়। নতুন এই মন্ত্রীকে অভিনন্দ জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নানসহ  সকল সাংবাদিক নেতৃবৃন্দ।


Shares