Main Menu

নাসিরনগরে সুন্নী-ওহাবী বিরোধের জেরে ওহাবী সমর্থকদের হামলায় সুন্নী সমর্থকের মৃত্যু

+100%-

প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সুন্নী-ওহাবী বিরোধের জের ধরে ওহাবী সমর্থকদের হামলায় এক সুন্নী সমর্থক মারা গেছে। এ নিয়ে এালাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

জানা যায়,গত জানুয়ারী মাসে নাসিরনগরে ওহাবীদের সাথে সুন্নীদের এক সমাবেশ নিয়ে বিরোধ তৈরী হয়।এ বিরোধের জের ধরে ওহাবী সমর্থকরা ইসলামী ছাত্রসেনার নেতা ধনকুড়া উত্তর পাড়ার রহিস  মিয়ার ছেলে ভাদুঘর ডিএস কামিল মাদ্রাসার ছাত্র বকুল আহমেদকে মারধোর করে।এ বিরোধ তাদের মধ্যে চলতে থাকে। গত রবিবার বিকালে ইসলামী ছাত্রসেনার নেতা বকুল তার বড় ভাই দুবাই প্রবাসী সুন্নী সমর্থক ইসহাক(৩২) কে সাথে নিয়ে নাসিরসগর সদরে আসে। এসময় আশুরাইল গ্রামের ওহাবী সমর্থক শুকুর মিয়ার পুত্র মোঃ বকুল তালুকদার ও আইয়ুব আলীর পুত্র মোঃ আফিল মিয়া মিলে ধনকুঢ়া গ্রামের সুন্নী সমর্থক মোঃ রইছ মিয়ার পুত্র মোঃ ইছহাক মিয়াও বকুল মিয়াকে নাসির নগর সাবরেজিস্টারী অফিসের পাশে ফেলে মারপিট করে । এ সময়ে ইছহাক মিয়া, তার ছোটভাই বকুল মিয়া আশুরাইল গ্রামের আইয়ুব আলীর ছেলে আপিল মিয়া ,আব্দুল হাইয়ের ছেলে কামাল মিয়া মারাত্বক আহত হয়।  ইসহাককে আশংকাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে শারিরিক অবস্থার অবনতি হলে  ঢাকায় নেয়ার পথে বিশ্বরোড এলাকায় তার মৃত্যু ঘটে।এ রির্পোট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে । পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে ।






Shares