Main Menu

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট, রোগীদের ভোগান্তি চরমে

+100%-

প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় চলছে কার্যক্রম। চিকিৎসকদের অনুপস্থিতি ও অবহেলায় হতদরিদ্র রোগীরা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। গতকাল শনিবার সকাল প্রায় সাড়ে ১১ টা পর্যন্ত  উপজেলা স্বাস্থ্য কমপেক্সে চিকিৎসকদের অনুপস্থিতির কারণে ঘন্টার পর ঘন্টা অপো করে রোগীরা হৈ-চৈ শুরু করেন। পরে আগত রোগীরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু ছালেহ মোহাম্মদ মূসা খানকে অবগত করলে তিনি  রোগীদেরকে চিকিৎসা দেয়া বিষয়টি নিশ্চিত করলে রোগীরা শান্ত হয়। জানা যায়, হাসপাতালে ৯ জন চিকিৎসকের মধ্যে উপস্থিত রয়েছে মাত্র ৪ জন। তাই আগত রোগীদের অনেকেই চিকিৎসা না পেয়ে বাড়িতে চলে যাচ্ছে। আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ জিয়াউল ইসলাম সেলিম জানান, ৯ জনের মধ্যে ৪ জন চিকিৎসক আছি। আমরা যথাসাধ্য সেবা দিয়ে যাচ্ছি। ভূক্তভোগী এলাকাবাসী ও একাধিক সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ চিকিৎসক ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকা থেকে সপ্তাহে ২ দিন মাত্র রোগী দেখার নাম করে হাসপাতালে হাজিরা দেন। তারা হলেন জুনিয়র কনসালটেন্ট (অর্থো-সাজার্রী) ডাঃ আবদুল হালিম, জুনিয়র কনসালটেন্ট (চর্ম ও যৌন) তাবিন্দা আনজুম ও মেডিকেল অফিসার ডাঃ রাবেয়া আক্তার। সপ্তাহে ২দিন হাসপাতালে আসার বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু ছালেহ মোহাম্মদ মূসা খান জানান, তাদের অনুপস্থিতির বিষয়ে সিভিল সাজর্ন অবগত রয়েছেন। একটি সূত্র জানায়, সিভিল সাজর্ন ৩ জন ডাক্তার প্রায়ই অনুপস্থিত থাকায় তাদেরকে একাধিকবার শোকজ করেছে। এতেও কোন কর্ণপাত করেনি। উল্লেখ্য, ওই ৩ জন চিকিৎসক প্রায়ই হাসপাতালে অনুপস্থিত থাকার অভিযোগ দীর্ঘদিনের। তারা সপ্তাহে ২ দিন হাসপাতালে হাজিরা দিয়ে থাকেন। কেউ কেউ বিএম এর নাম ভাঙিয়েও গড় হাজিরা দিয়ে আসছেন।






Shares