Main Menu

ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযান::২৫ কেজি গাঁজা ও ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বাবা ছেলে আটক

+100%-

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ২৫ কেজি গাঁজা ও ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রমজান আলী (৬৫) ও তার ছেলে জাহাঙ্গীর আলম (২৮) কে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

গতকাল ৩ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় উপজেলার জেঠাগ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জানা যায়, গতকাল ৩ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের একটি আভিযানিক দল নাসিরনগর উপজেলার জেঠাগ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়িতে অভিযান চালিয়ে ওই গ্রামের মৃত মন্নর আলীর ছেলে রমজান আলী ও তার ছেলে জাহাঙ্গীর আলম কে তাদের নিজ বাড়ি থেকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ২৫ কেজি গাঁজা ও ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক (ইন্সপেক্টর) দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২৫ কেজি গাঁজা ও ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি বলেন, এ ঘটনায় নাসিরনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 






Shares