Main Menu

নাসিরনগরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় ১৩ বছরের ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ

+100%-

এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর প্রতিনিধি :অষ্টম শ্রেণির ছাত্রী শাকিলার বাল্য বিয়ে বন্ধ হল উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায়। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার মো:লিয়াকত আলীর নির্দেশে ৮ম শ্রেণির ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করা হয়েছে। সোমবার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ লিয়াকত আলী দাতমন্ডল মাদ্রাসার ছাত্রী অষ্টম শ্রেণিতে পড়ুয়া শাকিলা (১৪), পিতা- রফিক মিয়া, গ্রাম-শ্রীঘর,ডাকঘর -আশুরাইল কে বাল্য বিয়ের খবর পান।

উপজেলা নির্বাহী অফিসার এ খবর পেয়ে থানা পুলিশ ও মাদ্রাসার প্রিন্সিপালকে নিয়ে বিয়ে বাড়িতে গিয়ে মেয়ের পরিবারের লোক জনের সাথে কথা বলেন। বাল্য বিয়ে সম্পর্কে তাদের কে অবহিত করান ও বাল্য বিয়ে আইনগত অপরাধসহ নানা ধরনের বিষয়ে তাদের কে অবহিত করান। সাথে সাথে মেয়েকে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে যাতে বিবাহ না দিতে পারেন সে বিষয়ে অঙ্গিকারনামা নেওয়া হয়।

পরে ছেলে পক্ষের যৌতুক বাবদ ১ লক্ষ টাকা আগামী ২০ তারিখ ফেরত দিবেন বলে নিশ্চিত করেন।

এ ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: লিয়াকত আলী বলেন, আমরা গোপন সূত্রে খবর পেয়ে বাল্য বিয়ে বন্ধ করেছি। এবং আঠার বছরের না হওয়া পর্যন্ত বিয়ে ও পড়ালেখা করে যাওয়ার জন্য বলা হয়।






Shares