Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে বন্ধুসভার মানববন্ধন

+100%-

‘রোহিঙ্গারা মরবে কেন, রাখাইন রাজ্যে শান্তি আনো’ স্লোগানে ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভা মানববন্ধন কর্মসূচী পালন করেছে। মঙ্গলবার পৌনে পাঁচটার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে বৃষ্টি উপেক্ষা
করে সংগঠনের সদস্যরা মানববন্ধনে অংশ নেন। ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার সাধারণ সম্পাদক আকিল মাহমুদ টিপুর সঞ্চালনায় ও প্রথম আলো ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি শাহাদৎ হোসেনের সভাপতিত্বে
মানববন্ধনে বক্তব্য রাখেন বন্ধুসভার সভাপতি লিমন ভূঁইয়া, পাঠচক্র বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মাইনউদ্দিন রুবেল, নারী বিষয়ক সম্পাদক শারমিন আক্তার, সংগঠনের সদস্য সুপ্তি আক্তার প্রমুখ।
বিকেল পৌনে পাঁচটার দিকে বৃষ্টির মধ্যেই বন্ধুসভার সদস্যরা মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে অংশ নেওয়া বন্ধুরা ‘রোহিঙ্গারা বাঙ্গালী’ বলে আখ্যায়িত করে মিয়ানমারের সেনা প্রধানের দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানান। বন্ধুরা শান্তিতে নোবেল জয়ী অং সাং সুচিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে মুসলিম রোহিঙ্গাদের প্রতি মানবিক হওয়ার আহবান জানিয়ে বলেন, রাখাইন রাজ্যে মুসলিম রোহিঙ্গাদের গণহত্যা, ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদ এবং তাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়া দাবি জানান। তারা এসব গণহত্যা, ধর্ষণ ও নির্যাতন বন্ধের জন্য বিশ্বের সকল দেশের প্রতি মিয়ানমার চাপ প্রয়োগের অনুরোধ জানান।






Shares